ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজার জেলার জুড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। শনিবার  উপজেলা প্রশাসনের আয়োজনে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসের  ফিল্ড অফিসার সুজাউদ্দৌলার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে এ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর নূর, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, ফুলতলা বশিরউল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাশ, জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমিত সিংহ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আনন্দবাজার প্রতিনিধি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আবুল হোসেন লিটন, অর্থ সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *