ডায়ালসিলেট ডেস্ক মৌলভীবাজারের জুড়ীর ফুলতলা চা বাগানের (ফুলতলা ও এলবিনটিলা ডিভিশন) প্রায় দেড় হাজার শ্রমিক পরিবারে বিদ্যুতের দুর্ভোগ নিরসনে উদ্যোগ নেয়া হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!এ লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের উদ্যোগে রবিবার সকাল ১১টায় ফুলতলা চা বাগানের বাংলোয় এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সভায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বিক্রয় ও বিতরণ বিভাগ কুলাউড়ার নির্বাহী প্রকৌশলী রাসেল আহমদ, সহকারী প্রকৌশলী পিয়াল দাস, জুড়ী বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী আনসার আলী, উপসহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীম, ফুলতলা চা বাগানের উপ-ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত ব্যবস্থাপক) এ. এস. এম তৌহিদুল ইসলাম, ফুলতলা বাগান পঞ্চায়েত সভাপতি রবি বোনার্জি, সাধারণ সম্পাদক দীপ নারায়ণ গোয়ালা, সাবেক সদস্য কাজল বাউরী প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রমিকরা জানান, ফুলতলা চা বাগানের (কারখানার) বিদ্যুৎ লাইন থেকে কোন মিটার ছাড়াই শ্রমিকদের ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। বিদ্যুৎ আছে কিন্তু ভোল্টেজ নেই। তাছাড়া আবাসিকে প্রায় ৩ গুণ বেশি বাণিজ্যিক বিল দিতে হচ্ছে। এ থেকে পরিত্রাণ এবং নিজস্ব লাইনে ও মিটারে বিদ্যুৎ ব্যবহারের জন্য শ্রমিকরা দাবি জানিয়ে আসছিল। শ্রমিকদের ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য বাগান ব্যবস্থাপক ২০২১ সালের ৩১ জানুয়ারী নির্বাহী প্রকৌশলী বরাবরে আবেদনও করেছিলেন, কিন্তু কোন ব্যবস্থা নেয়া হয় নি। সম্প্রতি বাগানবাসীর আহবানে সাড়া দিয়ে এস এম জাকির হোসাইন এ সমস্যা নিরসনের উদ্যোগ নেন।
জানতে চাইলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বিক্রয় ও বিতরণ বিভাগ কুলাউড়ার নির্বাহী প্রকৌশলী রাসেল আহমদ জানান, চা শ্রমিকদের বিদ্যুৎ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। প্রকল্প তৈরি করে ঢাকায় পাঠানো হবে।

