ডায়ালসিলেট ডেস্ক: জুতা তৈরির একটি কারখানায় আগুন লেগেছে ভারতের দিল্লির পশ্চিমাঞ্চলে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীর ২৪টি ইঞ্জিন।
Thank you for reading this post, don't forget to subscribe!ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ আগুন লাগার খবর আসে। আজ সোমবার সকালের অগ্নিকাণ্ডে কেউ জখম হওয়ার খবর জানা যায়নি।
পশ্চিম দিল্লির উদ্যোগ নগরের ওই জুতার কারখানায় আগুন কীভাবে লেগেছে, তা এখনো জানা যায়নি।সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনীর ২৪টি ইঞ্জিন। তবে দেড় ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছে দমকল বাহিনী। দমকল বাহিনী আরও বলছে, আগুন নেভানোর কাজ চলছে। আপাতত কারখানার ভেতরে কেউ আটকে নেই বলেই মনে করছেন দমকল বাহিনীর কর্মকর্তারা।
সূত্র: আনন্দবাজার

