ডায়ালসিলেট :সিলেটে জুয়া খেলার সরঞ্জাম সহ চার জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর কিনব্রিজের দক্ষিণ প্রান্ত এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!গ্রেফতারকৃতরা হলো- দক্ষিণ সুরমার ভার্থখলা স্বণালী-২৫ নম্বর বাসার মৃত আবদুল মতিনের ছেলে নজরুল ইসলাম (৫০), কুষ্টিয়ার দৌলতপুর থানার সাদীপুরের মৃত জাবাকশোর ছেলে মোমিন (৪৮), সুনামগঞ্জ সদরের মোকামপাড়ার সিরাজ মিয়ার ছেলে হাবিবুর রহমান (২৩) ও সিলেটের বিশ্বনাথ উপজেলার হোসেনপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে শফিকুর রহমান (৪২)।
জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে মহানগর গোয়েন্দা একটি বিভাগের টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ক্বীন ব্রীজ এলাকায় জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে এসএমপি দক্ষিণ সুরমা থানায় মামলা নন এফআইআর মামলা (নং ১১৯/০৩.১১.২০২৪) দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

