Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: জুলাই সনদ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন, ছাত্র সংগঠন গুলোর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে ‘প্রাগ-তরুন ইন্টেলেকচুয়ালদের পাঠশালা’ কর্তৃক আয়োজিত জুলাই ঘোষণাপত্র শিক্ষার্থীদের প্রত্যাশা শীর্ষক সেমিনার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ফরিদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব জাহিদ আহসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাকিবুর রনি, ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক সাইফ রুবাব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফতেমা বলেন, ৩১শে ডিসেম্বর ২০২৪ আমরা জুলাই চার্টার বা সনদ পাওয়ার একটা সম্ভাবনা পাই কিন্তু সেটা ভন্ডুল হয়। এরপর সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। এই ৫ই আগস্টের পর যে ঐক্য হয় এই ঐক্যে যে স্বপ্ন আমরা দেখি ইন্টেরিম তার ধারে কাছেও নাই। স্পষ্টভাবে বলছি জুলাই কিংবা জুলাই ঘোষণাপত্র কারো বাপের সম্পত্তি না।
ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, জুলাই সকল মানুষের স্বপ্নের জায়গা, আমাদের যে শাসনের শৃঙ্খলা ছিল আগামীতে কেউ যদি ফ্যাসিবাদী হয়ে উঠতে চায় তার জন্য জুলাই একটি শক্তিশালী বার্তা। আমাদের যখন দরকার ছিল তখন আমরা এই জুলাই সনদ পাই নাই।
