ডায়াল সিলেট ডেস্ক ॥ মৌলভীবাজারের জুড়ীতে জুয়ার আসরে হানা দিয়ে জুয়া সামগ্রী ও টাকাসহ ৬ জুয়াড়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার ১৬ জানুয়ারি রাতে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ধামাই চা বাগান এলাকা থেকে এদের আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়- সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ধামাই চা বাগানের শ্রী শ্রী কৃষ্ণ মন্দির সংলগ্ন পশ্চিম পাশে কৃষ্ণনগর নতুন টিলা বটতলী এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়ীকে হাতেনাতে আটক করা হয়। সেই সাথে জুয়ার আসর থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ ৮ হাজার ১৭০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
আটককৃতরা হলো- ১.সিরাজুল ইসলাম সিরাজ (৬২), পিতা মৃত হোসেন আলী, সাং ভোগতেরা, ২. আব্দুল মতলিব পীর (৫৩), পিতা মৃত তমছির আলী, সাং ভবানীপুর, উভয় ০৫ নং জায়ফরনগর ইউপি, ৩. দেলোয়ার হোসেন (৩০), পিতা আতিকুর রহমান, সাং কৃষ্ণনগর, পশ্চিম জুড়ী ইউপি, ৪. মোঃ দেলোয়ার হোসেন (৪২), পিতা মৃত নসু মিয়া, সাং পূর্ব বাছিরপুর, সর্বথানা জুড়ী, জেলা মৌলভীবাজার, ৫. মোঃ কাজল মিয়া (২৮), পিতা সমসু মিয়া, স্থায়ী সাং বানায়র, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ, বর্তমান সাং বাসা নং-১৬, কদমতলী (মুজিবুর রহমান এর বাসার ভাড়াটিয়া), থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট ও ৬. আব্দুল খালেক (৫৫), পিতা মৃত আব্দুল জলিল, সাং কিরণপাড়া, বাংলা বাজার ইউপি, থানা- দুয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ। এ বিষয়ে ডিবি পুলিশ, মৌলভীবাজার-এর এস. আই (নিরস্ত্র) ইফতেখার ইসলাম বাদী হয়ে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারার অপরাধে জুড়ী থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ যে, জুড়ীর কুখ্যাত জুয়াড়ী সিরাজ ও তার সাঙ্গ পাঙ্গরা একাধিকবার বিভিন্ন জুয়ার আসর থেকে ডিবি পুলিশের হাতে আটক হয়। কিছু দিন জেল খেটে এসে আবারও জুয়া খেলায় জড়িয়ে পড়ে। অতিস¤প্রতি ডিবি পুলিশ জুড়ীর গরেরগাঁও গ্রামে আব্দুল জব্বার-এর বাড়ীর জুয়ার আসরে হানা দিয়ে ১৯ জুয়াড়ীকে আটক করেছিল।

