ডায়াল সিলেট ডেস্ক ॥ জুড়ী উপজেলায় বিয়ানীবাজার বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়ন-৫২ এর অধীনস্থ ডাকটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত গরীব, দুঃস্থ, অসহায় এবং শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার ১২ জানুয়ারি সকাল ১১টায় ডাকটিলা বিওপি ক্যাম্পে ফুলতলা ইউনিয়নের ৫নং ও ৬নং ওয়ার্ডের ২০০ জন গরীব, দুঃস্থ, অসহায় এবং শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ হয়।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের ভারপ্রাাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ জাকির সিদ্দিকী এবং সহকারী পরিচালক মোহাম্মদ নুর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আল আমিন আহমদ, ৫নং ওয়ার্ডের সদস্য অর্জন গোয়ালা, ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ মোরশেদ আহমদ রাজা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত জনসাধারণ বিজিবি’র এই কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করেন।

