মৌলভীবাজারের জুড়ী থেকে ৫ ডাকাতি মামলার আসামি আজকিরকে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৫টার দিকে জুড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কুলাউড়া উপজেলার বাগাজোড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। বর্তমানে আজকির কমলগঞ্জ উপজেলা শিংড়াওলি ঈদগাহটিলা এলাকায় বসবাস করতেন।
তার নামে কমলগঞ্জ থানাসহ জেলার বিভিন্ন থানায় ৫টি ডাকাতি মামলা রয়েছে।
জুড়ী থানার ওসি (তদন্ত) বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এস আই জাহাঙ্গীরসহ জুড়ী থানার পুলিশ ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করি।

