ডায়ালসিলেট ডেস্ক::মৌলভীবাজারের জুড়ীতে ৭০ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা যায়, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে জুড়ী থানার এস আই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া চা বাগানে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় চোলাই মদসহ আনন্দ ফুলমালি (৪৩) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফুলমালি শিলুয়া বাগান (৯নং লাইন) এলাকার বাসিন্দা বলরাম ফুলমালির পুত্র। একই সময়ে জুড়ী থানার পিএসআই সুপ্রিয় নন্দি\’র নেতৃত্বে পুলিশের আরেকটি দল একই ইউনিয়নের এলাপুর চা বাগানে অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ টিক্কা রায় (৩৫) নামে একজনকে আটক করে। টিক্কা ওই এলাকার বাসিন্দা মৃত ইন্দ্র রায়ের পুত্র।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

