জুড়ী প্রতিনিধি :: জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পশ্চিম জুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন আর নেই। শুক্রবার ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিকাল সাড়ে ৫ টায় জুড়ী বড় মসজিদ সংলগ্ন শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
বদরুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
দলের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত বিবৃতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অন্যান্যদের মধ্যে শোক প্রকাশ করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক, জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো কামাল হোসেন, জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান এ কেএম সফি আহমদ সলমান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান শোয়েব আহমদ, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান,রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান প্রমুখ।
বদরুল হোসেন দীর্ঘদিন জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি জুড়ী, বড়লেখা তথা মৌলভীবাজার জেলার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *