ডায়ালসিলেট ডেস্ক::সিলেট জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাখির মাংস রান্না করে বিক্রয়ের দায়ে ভাই ভাই রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার বিকাল ৪টার দিকে এ অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার নাহিদা পারভীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. ফারুক আহমদ। এসময় ৮টি বক পাখি উদ্ধার করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮ ধারায় ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত রান্না করা পাখির মাংস সকলের সম্মুখে বিনষ্ট করে দেওয়া হয়। অপর দিকে উদ্ধার হওয়া বক পাখিগুলো মুক্ত আকাশে ছেড়ে দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে ৮টি বক পাখি, রান্না করা পাখির মাংস উদ্ধার করি। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ব্যাবসায়ীকে জরিমানা করা হয়। তিনি আরোও জানান, উপজেলার সবকটি বাজারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

