স্পোর্টস ডেস্ক ::
বাংলাদেশ ইমার্জিং ও আয়ারল্যান্ড উল্ভসের মধ্যে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে চলছে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি পরিত্যক্ত হলেও বাকি ৩ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।
রোববার সকালে টস জিতে বাংলাদেশ ইমার্জিং দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আয়ারল্যান্ড উল্ভস। ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট পড়লেও মাহমুদুল হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় উদীয়মান টাইগাররা।
মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে আয়ারল্যান্ড উল্ভসের বিরুদ্ধে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬০ রান করেছে বাংলাদেশ ইমার্জিং দল। জয়ের ব্যাটে আসে ১২৩ রান।

