ডায়াল সিলেট ডেস্কঃ-
Thank you for reading this post, don't forget to subscribe!রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল আলম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নাম প্রকাশে অনিচ্ছুক ঝিনাইদহ জেলা পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা অপুর বিরুদ্ধে শিবিরকর্মী ইবনুল ইসলাম পারভেজ হত্যাসহ থানায় একাধিক মামলা রয়েছে ।
শফিকুল আলম অপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে নৌকা প্রতীক পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

