Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে আরও একটি রেকর্ড গড়েছে ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ ওভারে ২৫৬ রানের পাহাড় গড়েছে ক্যারিবীয়রা।
টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের এটা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০২৩ সালের ২৬ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫৮ রানের রেকর্ড গড়ে উইন্ডিজ।
তবে টি-টোয়েন্টিতে রেকর্ড সর্বোচ্চ রানের মালিক জিম্বাবুয়ে। তারা গত বছরের ২৩ অক্টোবর গাম্বিয়ার বিপক্ষে ২০ ওভারের ম্যাচে ৩৪৪ রানের পাহাড় গড়ে। এই তালিকায় দ্বিতীয় পজিশনে আছে নেপাল। তারা ২০২৩ সালে মঙ্গলিয়ার বিপক্ষে ৩১৪ রানের রেকর্ড গড়ে।
এই তালিকায় তৃতীয় পজিশনে আছে ভারত। গত বছরের ১২ অক্টোবর হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ২৯৭ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া।
রোববার আয়ারল্যান্ডের ব্রেডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৫৬ রানের পাহাড় গড়ে ওয়েষ্ট ইন্ডিজ। দলের হয়ে ইভিন লুইস ৪১ বলে ৭টি চার আর ৮টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৯১ রান করেন। ২৭ বলে ৫১ রান করেন অধিনায়ক শাই হোপ। ২২ বলে ৪টি চার আর সমান ছক্কায় ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে কেসি কার্টি।
