দুই সন্তানসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য একসঙ্গে অসুস্থ হয়ে পড়ায় দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ের পরই দেশের বিমানে উঠেছেন সাকিব আল হাসান। প্রথম ওয়ানডের পর তার ফেরার কথা থাকলেও পুরো সিরিজ শেষ করেই তিনি দেশে ফিরছেন। তবে ঢাকায় এসে পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি ফের দক্ষিণ আফ্রিকায় যাবেন টেস্ট সিরিজ খেলতে। বিসিবির মিডিয়া কমিটি প্রধান তানভীর আহমেদ টিটু এমনই ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেন, ‘যদি সব কিছু ঠিক থাকে…আপনারা সবাই জানেন এটা মেডিকেল কন্ডিশন। এজন্য কেউ আগে থেকে কিছু বলতেও পারছে না। যদি সব কিছু ঠিক থাকে, সাকিব বলেছে সে ফিরে এসে দলের সঙ্গে যোগ দেবে। যদি সম্ভব হয় তার পক্ষে তাহলে সে জয়েন করবে (প্রথম টেস্টে)। তারপরও যদি না হয় তাহলে দ্বিতীয় টেস্টের জন্য চেষ্টা করবে। আমি যেই মেসেজটা দিতে চাচ্ছি, সাকিব খুব করে চেষ্টা করছে টেস্ট সিরিজটাও খেলার। ‘
দেশের প্রতি দায়বদ্ধতার কারণেই সাকিব ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরছেন। তার উপস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। গতকালের ম্যাচের উইনিং শটটাও এসেছে সাকিবের ব্যাট থেকে। তানভীর আহমেদ জানালেন ক্রিকেটার প্রতি এখনও সাকিবের আগ্রহ আছে, ‘সে খেলতে চায়। আমরা সিরিজ জয় লাভ করলাম তাকে নিয়ে। টেস্টেও আমরা চাচ্ছি জয়লাভ করার জন্য। এজন্য সাকিব ফিরে এসে খেলতে আগ্রহী যদি সবকিছু ঠিক থাকে। ‘

Thank you for reading this post, don't forget to subscribe!

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *