ডায়ালসিলেট ডেস্ক;: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাকসাইর এলাকায় হোটেল হাইওয়ে-ইন’র পাশে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলম মিয়া (৩৫)নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার ( ১৮জানুয়ারি) সকাল ৯টার দিকে এঘটনা ঘটে। নিহত আলম মিয়া উপজেলার আদাঐর গ্রামের মৃত আনু মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আলম মিয়া তার এক আত্নীয়ের মৃত্যু সংবাদ শুনে একটি সিএনজি অটোরিকশাযোগে মাধবপুর থেকে বুল্লা ইউনিয়নের বানেশ্বর যাচ্ছিলেন।সকালে কুয়াশা খুব বেশি ছিল। সড়কের উল্লেখিত এলাকায় পৌছতেই বিপরীত দিক থেকে বেপোরোয়া গতিতে আসাএকটি ট্রাক অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সিএনজি অটোরিকশার মুখোমুখি পড়ে যায়।
এসময় অটোরিকশা চালক অটোরিকশাটিকে দ্রুত ঘুরিয়ে রাস্তার পাশে নিয়ে যায় মুখোমুখি সংঘর্ষের হাত থেকে বাঁচার জন্য। এসময় অটোরিকশা চালকের ডানপাশে বসা আলম মিয়া ছিটকে রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার

