২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

ডাকসু’র নির্বাচনের ফল ম্যানু পুলেট করা হলে সাধারণ শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে : আবিদুল

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: ডাকসু’র (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন)’র ফল ম্যানুপুলেট করা হলে সাধারণ শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম। তিনি আরও বলেন, যদি নির্বাচনের ফল সঠিকভাবে হয় তাহলে আমাদের ভূমিধস বিজয় হবে।

 

মঙ্গলবার সকাল আটটা থেকে ডাকসু ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন নিয়ে নানান অভিযোগ প্রত্যেক প্যানেলে সদস্যদেরই বিরুদ্ধে। ভোটগ্রহণ শেষে বিকাল সাড়ে পাঁচটায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন আবিদুল ইসলাম। তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম সুষ্ঠু নির্বাচন হবে। গতকালও আমার বিরুদ্ধে সাইবার অ্যাটাক করা হয়েছে। আজ নির্বাচনে রিটানিং কর্মকর্তা মিস ইনফরমেশন দিয়েছেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তার এই ব্যর্থতা মেনে নেয়া যায় না। তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু প্রশাসনও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। বেগম রোকেয়া হল, অমর একুশে হলের ভোটকেন্দ্রে সিলমারা ব্যালট দেয়া হয়েছে। আমরা জানি না কতটা ব্যালট সিলমারা ছিল। নির্বাচন কারচুপি করে উল্টো দায় আমাদের উপর দেয়ার চেষ্টা করা হয়েছে।

 

কার্ড বিলির অভিযোগের জবাবে তিনি বলেন, একজন ভোটারের ৪১ টা ভোট দিতে হয়। ৪১টা ব্যালট মনে রাখা সম্ভব না। এজন্য আমরা লিখে দিয়েছিলাম। কেন্দ্রের ১০০ মিটারের বাইরে থেকে। কেন্দ্রে অনেক বহিরাগত নেতা ক্যাম্পাসে ঘুরে বেরিয়েছেন। জামায়াত-শিবিরের অনেক নেতা ক্যাম্পাসে এসেছেন। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ১১টি অভিযোগ দিয়েছি। কিন্তু কোন সুরাহা করেন নাই। আমাদের এক প্রার্থীর ব্যালট নাম্বার দেয়ার কারণে ছাত্রত্ব বাতিল করার হুমকি দেয়া হয়েছে।

 

তিনি বলেন, অভিযোগ যখন আসতে থাকে তখন চুপ থাকা যায় না। দুই জায়গা থেকে যেহেতু অভিযোগ এসেছে তার মানে আরও হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অনেক জামায়াত শিবিরের কর্মীরা উপস্থিত হয়েছে। তাদের নিবারণ করার আহ্বান জানান তিনি।