২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমি আজকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই, যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছেন তাদের। এটিই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি-বিচ্যুতি নির্বাচনে হয়েছে। যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল।’

 

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘কিন্তু কিছু পত্রিকায় দেখলাম ছাত্রশিবির প্যানেল জয়ী হয়েছে। আমার জানা মতে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই নামে, এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কী? না। পত্রিকা ও বিভিন্ন মিডিয়ায় এভাবে আসছে কিন্তু? প্রশ্ন সেখানে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্যানারে ও দলীয় নামে ঘোষণা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি।’