বিনোদন ডেস্ক::ডিজে সনিকা এরইমধ্যে বেশকিছু নতুন গান শ্রোতাদের উপহার দিয়েছেন। আর এবারেরর ঈদে তার অভিনীত একটি শর্ট ফিল্ম দর্শকরা উপভোগ করেছেন। এর নাম ‘ঝিলিক’। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা শফিকুল রাজীব। আরও অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ, তন্ময়সহ অনেকে। শর্টফিল্মটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। ঈদের পঞ্চম দিন রাত ১১ টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে এটি প্রচার হয়েছে। এদিকে নতুন বেশকিছু কাজ করছেন এই জনপ্রিয় ডিজে। এ প্রসঙ্গে সনিকা বলেন, দীর্ঘদিন পর আবারও অভিনয় করলাম। আর ‘ঝিলিক’-এর গল্পটিও ছিল আলাদা। বাইস্কোপ অ্যাপস-এ দর্শকরা এটি এখন উপভোগ করতে পারবেন। এদিকে নতুন মিউজিক ভিডিও নিয়ে আগামী সপ্তাহে হাজির হব। বিস্তারিত এখন জানাতে চাই না। তবে এতে চমক থাকছে। খুব শিগগিরই নতুন মিউজিক ভিডিও এর বিস্তারিত বিষয় জানাবেন তিনি। উল্লেখ্য, সনিকা ডিজে হিসেবে কাজ করে দেশ-বিদেশে বেশ প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি মাঝেমধ্যে উপস্থাপক ও অভিনেত্রী হিসেবেও দেখা মেলে তার।
Thank you for reading this post, don't forget to subscribe!ডায়ালসিলেট এম/১২

