Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছিল সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। সেখানে সোমবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
যাত্রাবাড়ী থানার এসআই মো. মোজাহিদ জানান, যাত্রাবাড়ি থানার এক মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিলেন তিনি। ডিবি কার্যালয়ে শাজাহান খানের জিজ্ঞাসাবাদ চলছিল। সেখানে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন।
তিনি আরও জানান, আমরা দ্রুত তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ইসিজি ও অন্য পরীক্ষার জন্য নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়।
চিকিৎসক জানিয়েছেন, তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হতে পারে।
