ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ আহাদ মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!৯ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে গত ০৯ ডিসেম্বর মধ্য রাতে এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর মডেল থানাধীন আপার কাগাবালা ইউনিয়নের অন্তর্গত বিন্নিগ্রাম গ্রামের আটককৃত মোঃ আহাদ মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।
আটকের পর আহাদ মিয়াকে তল্লাশি করে তার হেফাজত থেকে একটি নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১৪০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরে আহাদ মিয়ার দেওয়া তথ্য মতে তার ঘরের শোকেজে তল্লাশি করে আরও ২৬০ পিসসহ মোট ৪০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত আহাদ মিয়া মৌলভীবাজার সদর উপজেলার বিন্নিগ্রামের মৃত আখলিছ মিয়ার ছেলে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় মৌলভীবাজার সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

