১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেমরায় সিটি গ্রুপের প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় সিটি গ্রুপের প্লাস্টিক গোডাউনে আগুন লেগেছে। সোমবার রাত ৯টা ১২ মিনিটের দিকে এ আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। সর্বশেষ খবর অনুযায়ী এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, কোনাপাড়ায় সিটি গ্রুপের প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৯টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তারা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ঘটনাস্থলে পাঠানো হয় আরও দুটি ইউনিট।

সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।