Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক ::গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়াও শারীরিক কিছু সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
মঙ্গলবার বিকালে গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার ড. কামাল হোসেনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আগের চাইতে অনেকটা ভালো। তার শরীরে একটি অস্ত্রোপচারও করা হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান তার শরীরের খোঁজ রাখছেন বলেও জানান মুহাম্মদ উল্লাহ মধু।
