Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ২৬১ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এক খুদে বার্তায় ওই তথ্য জানানো।
খুদে বার্তায় বলা হয়, গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে চালানো অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানায় ৭৪৯ ও বিভিন্ন অপরাধের ঘটনায় ৫১২ জন রয়েছেন। এ ছাড়া ১টি বিদেশি পিস্তল, ১৫টি গুলি, ২টি ম্যাগাজিন ও ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত) পুলিশ ঢাকাসহ সারা দেশে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৩৮৪ জনকে গ্রেপ্তার করে।
