ডায়ালসিলেট ডেস্কঃঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (৯ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৯৩০ ইয়াবা, ১৬২ গ্রাম হেরোইন, ৩২ কেজি ৯৭৫ গ্রাম গাঁজা, ১২৩ বোতল ফেনসিডিল ও তিন লাখ ৭৩০টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওয়ালিদ হোসেন।

