ডায়ালসিলেট ডেস্ক::বকেয়া বেতনভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মহাসড়ক করেছেন ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা।
Thank you for reading this post, don't forget to subscribe!শ্রমিকদের অভিযোগ, চার মাস ধরে বেতনভাতা পাচ্ছেন না শ্রমিকরা। কারখানাটি বর্তমানে বন্ধ আছে। মালিকপক্ষ বিভিন্ন সময় বেতন দেওয়ার আশ্বাস দিলেও তারা তাদের প্রতিশ্রুতি রাখছে না। এ কারণে তারা মহাসড়কে নেমেছেন।
এদিকে অবরোধের কারণে কাঁচপুর সেতু থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহার করে যেসব পণ্যবাহী যানবাহন যাতায়াত করছে, সেসব যানবাহনের কারণে সেতুর দুপাশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
ডায়ালসিলেট এম/২

