ডায়ালসিলেট :: রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা-সিলেট চারলেন মহাসড়ক বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়। সিলেট বিভাগের মন্ত্রী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক চারলেন পরিকল্পনাি এবং মহাসড়ক আন্তর্জাতিক রুট হিসেবেও চিহ্নিত করা নিয়ে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি, সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ মজুমদার, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মো. মনসুর আহমদ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্ত, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল প্রমুখ।

