ডায়ালসিলেট ডেস্ক::ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৩০ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
Thank you for reading this post, don't forget to subscribe!রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢামেক হাসপাতালে দালাল ধরতে অভিযান চালায় র্যাব-৩। এ সময় ৩০ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু সাংবাদিকদের জানান, ঢাকা মেডিকেলে দেশের বিভিন্ন জেলা থেকে রোগী আসে। তাদের সরলতার সুযোগ নিয়ে তাদের বেসরকারি হাসপাতালে নিয়ে যায় অ্যাম্বুলেন্স চালক ও দালালরা। আমরা আজ ৩০ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছি। আমাদের অভিযান চলমান থাকবে। গত কয়েকমাস আগেও এখানে অভিযান চালানো হয়েছিল। সাজা ও নামের তালিকা পরে জানিয়ে দেওয়া হবে।
ঢামেক হাসপাতালের উপ-পরিচালক আশরাফুন নাহার সাংবাদিকদের বলেন, ঢামেক হাসপাতালকে দালালমুক্ত করতে আমরা চেষ্টা করে যাচ্ছি।
ডায়ালসিলেট এম/

