ডায়াল সিলেট রিপোর্ট :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী জুবায়দা রহমানের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ সংগঠন বুধবার বিকালে সিলেটে বিক্ষোভ মিছিল করেছেন। বিকাল ৫টার দিকে মিছিলটি মহানগরের জিন্দাবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে বন্দরবাজারে গিয়ে শেষ হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!
মিছিলে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কাহের শামীমসহ মহানগর ও জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী এক পথসভা মহানগরের বন্দরবাজারে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা তারেক-জুবায়দার বিরুদ্ধে রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুদকের করা এই মামলাকে মিথ্যা আখ্যা দিয়ে এ রায়ের তীব্র প্রতিবাদ জানান।
দুদকের করা এ মামলার রায়ে বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী জুবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। এর আগে গত ১৩ এপ্রিল পলাতক তারেক-জুবায়দা দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। মামলায় ৫৬ সাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। যুক্তি উপস্থাপন শেষে আদালত গত ২৭ জুলাই রায়ের ঘোষণার জন্য ২ আগস্ট দিন ধার্য্য করেন।
২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে এ মামলা করে দুদক। তখন তারেক রহমান গ্রেপ্তার হয়েছিলেন। ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে তিনি সপরিবারে লন্ডনে চলে যান। এরপর আর দেশে ফেরেননি।

