ডায়ালসিলেট ডেস্ক:সিলেট নগরীর তালতলা এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত এক নারী আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি নাহিদ হাসান ও এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে নগরীর তালতলা এলাকার হোটেল বিলাশের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী সুবর্ণা আক্তার (২৫) সিলেটের দক্ষিন সুরমার খোজারখলা কাঁশবন এনাম মিয়ার কলোনীর মো. আছর উদ্দিন মন্ডলের মেয়ে। সে জিআর-১১২/১৯, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০(ক) এর মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।
তাকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মো. সামিউল আলম।

