ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে করা মামলায় সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং একই ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের (মহিলা) সদস্য রোকসানা পারভীনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার দুপুরে খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এই রায় ঘোষণা করেন। চেয়ারম্যান ও সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।
দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের কোর্ট পরিদর্শক বিজন রায় জানান, আসামিরা ত্রাণের ৪ হাজার মেট্রিক টন চাল আত্মসাত করেন। এ ঘটনায় তালা উপজেলার প্রকল্প বাস্ত্মবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আবদুল হাকিম সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় ২০১১ সালের ১৮ আগস্ট মামলা হয়।

