Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: চার দিনেরও বেশি সময় ধরে চলমান সংঘর্ষের পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৯ জুলাই) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শর্তহীনভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার পদক্ষেপকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে বাংলাদেশ।
বিবৃতিতে আরও বলা হয়, সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে যে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো গেছে, তার জন্য আসিয়ান চেয়ার মালয়েশিয়ার মধ্যস্থতাকে বাংলাদেশ প্রশংসা করছে। একইসঙ্গে, এই প্রক্রিয়ায় অংশ নেওয়া থাইল্যান্ড ও কম্বোডিয়ার অন্যান্য মিত্রদের ভূমিকাও বাংলাদেশ ইতিবাচকভাবে মূল্যায়ন করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে, সীমান্ত নির্ধারণ নিয়ে বিদ্যমান বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং আলোচনার ধারাবাহিকতা বজায় রাখবে উভয় দেশ। এতে করে সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকা সুরক্ষিত রাখা এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্বাসনে সহায়ক ভূমিকা রাখবে বলেও উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, শত বছরের পুরনো সীমান্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় দেশের মধ্যে অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন।
