দক্ষিণ আফ্রিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুই বাংলাদেশি মারাত্মক আহত হয়েছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তারিকুল ইসলাম জানান, দক্ষিণ আফ্রিকার কেপটাউনের দিকে যাওয়ার পথেনবিউফোর্ট ওয়েস্ট শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।
দূতাবাসের বরাত দিয়ে মহাপরিচালক বলেন, দূতাবাস থেকে এসব তথ্য জানানো হয়েছে। দূতাবাস খোঁজ-খবর রাখছে। তবে এখনও নিহতদের পরিচয় নিশ্চিত করেনি দূতাবাস, তারা কাজ করছে।

