প্রথম ম্যাচে ব্যথা পাওয়া আরেক ফুটবলার দানিলোকেও কোরিয়ার বিপক্ষে খেলতে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন তাদের বস তিতে। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয়ের এবং ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে দানিলোকেও পাননি কোচ।
Thank you for reading this post, don't forget to subscribe!
নেইমারকে বিকল্প ভূমিকায় রাখা হবে কি না এমন এক প্রশ্নের জবাবে ব্রাজিল কোচ বলেন, ‘ম্যাচের শুরু থেকে সেরাদের নামানোটা আমি পছন্দ করি। নেইমারের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে দলের মেডিকেল টিমের পুরো সমর্থন নিয়েই মাঠে নামানো হবে তাকে
আজ (সোমবার) রাত ১টায় কাতারের স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এশিয়ার অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ৫ বারের চ্যাম্পিয়নরা।।’

