২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দক্ষিণ সুরমায় কলেজ ছাত্র খুন

ডায়ালসিলেট ডেস্ক:;দক্ষিণ সুরমা কলেজে অস্ত্রাঘাতে দ্বাদশ শ্রেণির ছাত্রের খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র আরিফুল ইসলাম রাহাত (১৮) দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের সোলায়মান মিয়ার পুত্র।

এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার।

তিনি বলেন, গুরুতর আহত রাহাতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১২টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কি কারণে বা কেন তাকে খুন করা হয়েছে- তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

ডায়ালসিলেট এম/

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });