ডায়ালসিলেট::
Thank you for reading this post, don't forget to subscribe!দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী নাজিম ডাকাতকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। দক্ষিণ সুরমা থানার সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মোঃ ইসমাইল পিপিএম-বার, অফিসার ইনচার্জ আখতার হোসেন এর নেতৃত্বে গতকাল শুক্রবার এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মোগলাবাজার থানা এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী, আন্তঃজেলা ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে। সে উপজেলার বেটুয়ারমুখ গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোগলাবাজার থানা এলাকা থেকে নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। সে একটি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, নবীগঞ্জ, শাহপরাণ (রহঃ) ও দক্ষিণ সুরমা থানায় বিভিন্ন অপরাধে ৮টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন

