ডায়ালসিলেট ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরমা থেকে ১২ বছরের এক কিশোরী নিখোঁজ হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!নিখোঁজ আখি আক্তার দক্ষিণ সুরমার ঝালোপাড়া স্কুল রোডের ৭নং শহীদ মিয়ার বাড়ির সুমি আক্তারের মেয়ে।
এ ঘটনায় নিখোঁজের মা সুমি আক্তার দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। যার নং নং ১০১৯, তাং ২৪/০২/২০২০।
সাধারণ ডায়রিতে উল্লেখ করা হয়, আখি আক্তার গত ১৯ ফেব্রুয়ারি (বুধবার) আনুমানিক বিকেল ৩টার দিকে কাউকে কিছু না বলে ঝালোপাড়া বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখোঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল হলুদ রঙের ওরনা, লাল ও সাদা রঙের কামিজ, রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, লম্বায় আনুমানিক ৫ ফুট।
এব্যাপারে নিখোঁজ আখি আক্তার মা সুমি আক্তার জানান, আমার মেয়ে হারিয়ে যাওয়ার পর থেকে আমি যখন দিশেহারা হয়ে পড়েছি। আমি বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করি কিন্তু পাই নি।
উল্লেখ্য, কোনো সুহৃদ ব্যক্তি মেয়েটির কোন সন্ধান পেয়ে থাকলে দক্ষিণ সুরমা থানা অথবা ০১৩০১ ৭৪৭৩৮৪ ও ০১৩০১ ০৭৭২৫৪ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

