উরুগুয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ৫০০ গোল করলেন সুয়ারেস। তার সিংহভাগ গোলই এসেছে বার্সেলোনার জার্সি গায়ে। ক্লাবটির হয়ে চার লা লিগা ও এক চ্যাম্পিয়নস লিগ জেতার পথে ১৯৮টি গোল করেছেন উরুগুইয়ান এই ফরোয়ার্ড।

আলাভেসের বিপক্ষে দলকে জেতানো গোলের মাধ্যমে দারুণ এক মাইলফলকে পৌঁছে গেছেন সুয়ারেস। এটি তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৫০০তম গোল।

বার্সেলোনা ছেড়ে অ্যাতলেতিকো মাদ্রিদে যাওয়ার পর থেকেই বিধ্বংসী রূপে দেখা যাচ্ছে ৩৪ বছর বয়সী উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেসকে। চলতি মৌসুমের লা লিগায় অ্যাতলেতিকোকে শিরোপা জেতার পথে রাখার অন্যতম কারিগর তিনি। রোববার আলাভেসের বিপক্ষে তার করা একমাত্র গোলেই জয় পেয়েছে অ্যাতলেতিকো। যার ফলে বজায় থেকেছে বার্সার সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *