আন্তর্জাতিক ডেস্ক :শ্রীলঙ্কায় নির্বাচিত নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে’কে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সিজিটিএন এ খবর দিয়েছে। শনিবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে কোনো প্রার্থীই সরাসরি ভোটে বা প্রথম দফার ভোটে শতকরা ৫০ ভাগ ভোট পেতে ব্যর্থ হন। ফলে আইন অনুযায়ী দ্বিতীয়বার ভোট গণনা করা হয়। এরপর নির্বাচন কমিশন দিশানায়েকে’কে বিজয়ী ঘোষণা করেন। দিশানায়েকে একজন বামপন্থি এবং চীনের সঙ্গে আছে তার দহরম মহরম। ফলে মনে করা হচ্ছে শ্রীলঙ্কা তার ঘনিষ্ঠতা ভারতের চেয়ে চীনের সঙ্গে বেশি শক্তিশালী করার চেষ্টা করবে। দ্য ডিপ্লোম্যাটের এক খবর অনুযায়ী, দিশানায়েকে’কে পরাজিত করতে বা চীনের প্রভাবকে আটকে দিতে ভারত সমর্থন দিয়েছিল সাজিথ প্রেমাদাসাকে। কিন্তু তা হালে পানি পায় নি। চীনপন্থি দিশানায়েকেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ফলে তাকে সোমবার অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
Thank you for reading this post, don't forget to subscribe!
