বিনোদন ডেস্ক::গতকাল রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে বসে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ এর জমকালো আসর। রাষ্ট্রের মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমবারের মতো পারফর্ম করার সুযোগ পেয়েছেন হাল সময়ের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। চিত্রনায়ক ইমনের সঙ্গে জুটি বেঁধে নেচেছেন তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকার খাতায় নাম লেখানো দীঘির দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হয়েছে। যার কারণে বেশ উচ্ছ্বসিত এ নায়িকা। তিনি বলেন, আলহামদুলিল্লাহ্‌, সবার দোয়া ও ভালোবাসায় তিনবার শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এই আয়োজনের প্রতি আমার আলাদা আবেগ কাজ করে। তাই এখানে প্রতিবছরই আসা হয়। শুধু গতবার কোভিডের কারণে উপস্থিত থাকতে পারিনি। ছোটবেলায় যখন দেখতাম, সবাই পারফর্ম করছেন, তখন ইচ্ছা হতো পারফর্ম করার। মনে মনে নিজেকে বলতাম আমিও যদি পারফর্ম করতে পারতাম। পারফরম্যান্স করতে পেরে মনের সেই ইচ্ছাটা পূরণ হলো। এতবড় অনুষ্ঠানে পারফর্ম করতে পারাকে আমি অনেক বড় পাওয়া হিসেবে দেখছি। ভীষণ ভীষণ ভালো লাগা কাজ করছে সত্যি বলতে। এদিকে, নায়িকা হিসেবে এখনো সেভাবে নিজের অবস্থান পাকাপোক্ত করতে পারেননি দীঘি। তবে তিনি নিজের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখেছেন। আশা করছেন শিশুশিল্পী হিসেবে যেভাবে সবার ভালোবাসা পেয়েছেন, সেভাবে নায়িকা হিসেবে কাজের মাধ্যমে ভালোবাসা আদায় করে নেবেন। এ নায়িকা বলেন, নায়িকা হয়েছি তো মানুষের মর্যাদা-সম্মান পাওয়ার জন্য। দর্শকদের চাওয়াটা ফুলফিল করতে পারি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ্‌ এই চাওয়াটা আমি পূরণ করতে পারবো। আমার এতটুুকু নিজের উপর বিশ্বাস আছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *