২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দুই তরুণ একই তরুণীকে ভালোবাসেন : এরপর মারামারি

দুই তরুণ একই তরুণীকে ভালোবাসেন। কিন্তু তরুণী কার সঙ্গে প্রেম করবেন, কোন তরুণ ছাড় দিবেন- তা নিয়েই দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এরপর মারামারি। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুই তরুণ সিনেমা হল চত্বরে একে অপরকে মাটিতে ফেলে উত্তমমধ্যম দিচ্ছেন। তাদের ঘিরে ভিড় জমে গেছে। অনেকে চেষ্টা করেও তাদের মারপিট থামাতে পারছেন না কেউই।

উপস্থিত দর্শকরা অনেকেই ঘটনাটি ক্যামেরাবন্দি করেও রেখেছেন। আলোচিত এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়রের একটি সিনেমা হলে।
ভিডিও দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ভিডিওটি পুলিশেরও নজরেও এসেছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক পুলিশ কর্মকর্তা জানান, তারা এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাননি। তবে ভাইরাল ভিডিওটি যাচাই করে দেখছেন। ওই দুই তরুণকে শনাক্ত করার চেষ্টা করছেন।