সিলেট থেকে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও নবনির্বাচিত কাউন্সিলরদের গাড়িবহর। দুর্ঘটনায় বহরের দুটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১ জুলাই) বিকালে সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এ দুর্ঘটনা ঘটে। শপথ নেয়ার জন্য মেয়র ও কাউন্সিলররা একসাথে ঢাকা যাচ্ছেন বলে জানা গেছে।

মেয়রের গাড়িবহরে থাকা জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর শনিবার রাতে বলেন- ‘শপথ নেয়ার জন্য শনিবার দুপুরে মেয়র ও কাউন্সিলররা ১১টি মাইক্রোবাস ও জিপ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। সরাইলে আসার পর বহরের একটি গাড়ি সামনের গাড়িকে সামান্য ধাক্কা দিয়েছে। বৃষ্টিভেজা সড়কের জন্য অসাবধানতাবশত এটি ঘটেছে। এতে ওই দুটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বেশি কিছু হয়নি। কেউ হতাহত হননি। সবাই নিরাপদে ঢাকায় এসে পৌঁছেছি।’

গত ২১ জুন মেয়র নির্বাচিত হন আনোয়ারুজ্জামান চৌধুরী। একইদিনে ৪২ জন কাউন্সিলর ও ১৪ টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর নির্বাচিত হন। ৩ জুন তারা শপথ গ্রহণ করবেন। ওইদিন সকালে গণভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *