মনজু বিজয় চৌধুরী॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেলসহ কৃষি উপকরনের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবীতে ২৫ ফেব্রুয়ারী, ২০২৩ খ্রিঃ দুপুর দুই ঘটিকায় পদযাত্রা শহরের চাঁদনীঘাট মুক্তিযোদ্ধা চত্তর থেকে শুরু করে এম সাইফুর রহমান রোডস্থ পোষ্ট অফিসের সম্মুখে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। পদযাত্রা শেষে প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি জনাব আব্দুল মুকিদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপি’র অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, জেলা কৃষকদলের সদস্য সচিব মুনাহিম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেলসহ কৃষি উপকরনের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জনগণকে সংগে নিয়া আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অবৈধ সরকারকে পদত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুব শিঘ্রই দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব ইনশা আল্লাহ। পযাত্রায় উপস্থিত ছিলেন জেলা, সদর উপজেলা, পৌর বিএনপি নেতৃবৃন্দ ও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসবকদল, কৃষকদল সহ অংগ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
Thank you for reading this post, don't forget to subscribe!
