খেলাধুলা ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!সাকিব আল হাসান তাঁর সিদ্ধান্তটা আগেই জানিয়ে দিয়েছেন। আগামী এপ্রিলে শ্রীলঙ্কা সফরে না গিয়ে তিনি খেলবেন আইপিএল। বাকি ছিলেন মোস্তাফিজুর রহমান। আজ জানা গেল আইপিএল প্রসঙ্গে তাঁর সিদ্ধান্ত। সাকিবের মতো শ্রীলঙ্কা সফরের সময় আইপিএল খেলতে চান না মোস্তাফিজ, খেলতে চান দেশের হয়ে।
মুস্তাফিজুর টেস্ট দলে এখনো জায়গা পাকা করতে পারেননি। তবে তার কাছে দেশই আগে। ‘দ্য ফিজ’ খ্যাত এই পেসার আজ বিসিবি একাডেমিতে সাংবাদিকদের বলেন, ‘সবার আগে আমার দেশের খেলা। শ্রীলঙ্কা (সফরের) টেস্টে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলব। যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবে যে, আমি নাই। তখন আমি বিসিবিকে বলব (আইপিএল খেলার কথা), বিসিবি যদি আমাকে ছাড়ে, তাহলে আমি আইপিএলে খেলব। দেশপ্রেম আগে।
গতকাল আবার এ বিষয়ে বিসিবিপ্রধান নাজমুল হাসানের সঙ্গে কথা হয়েছে মোস্তাফিজের। সেখানে বোর্ডপ্রধান মোস্তাফিজকে তাঁর সিদ্ধান্তের কথা জানাতে বলেন, ‘বিসিবি সভাপতির সঙ্গে আমি কথা বলেছি, উনি আমার ওপর ছেড়ে দিয়েছেন। আর আমি দেশের খেলাকেই বেছে নিচ্ছি।
আইপিএল ও দেশের খেলার বিতর্কে নিজের সিদ্ধান্তটা নাকি মোস্তাফিজ চাপমুক্ত থেকেই নিয়েছেন, ‘দেশের হয়ে বা আইপিএল খেলার বিষয়ে কোনো চাপ নেই। এটা তো স্বাভাবিক ব্যাপারই, আগেও আমি আইপিএলে খেলতে যাইনি দেশের খেলার কারণে। এবারও একইভাবে ভাবছি।
আজ বিকেল সোয়া চারটায় নিউজিল্যান্ডের বিমানে চড়বে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলতে যাওয়ার আগে আইপিএল নিয়ে বিতর্ক থামিয়ে দিতে চাইলেন মোস্তাফিজ।

