গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩০৬ জন এবং মারা গেছেন ৯ জন ।এ নিয়ে সর্বমোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ১৪৪ জন ও করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৬৬ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ শনিবার (১৮ই এপ্রিল ২০২০ইং) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ব্রিফিংয়ে বলেন, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়। গতকাল জানানো হয় এখন পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫০০ জনের বেশি। বাকিরা বাসায় বা কোয়ারেন্টিনে চিকিৎসা নিয়েছেন। আইসিইউ সাপোর্ট নিয়েছেন ২৭ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

