দেশের করোনাভাইরাসে এবারের ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৪১ জন এবং মোটপ্রানহানী ৮ জন ।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ নিয়ে সর্বমোট করোনা আক্রান্তে শনাক্ত হয়েছেন ৭ হাজার ১০৩ জন ও করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৬৩ জন। করোনায় মৃত ৮ জনের মধ্যে ৬জন পুরুষ ২জন মহিলা তার মধ্যে ৬জন ঢাকার মধ্যে বাকি ২জন ঢাকার বাইরে, বয়সের দিকে গেলে  ষাটোর্ধ  ৪জন ৫০-৬০ বছরের ২জন, এবং ৩১- ৪০বছরের মধ্যে ২জন এবং এতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন সহ মোট ১৫০জন।

আজ বুধবার (২৯ই এপ্রিল ২০২০ইং) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এতে ৪,৯৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৬৪১ জনের পজেটিভ ধরা পড়ে  এবং মোট প্রানহানী ৮ জন। এ করোনা ভাইরাসটি দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। সকলেই মিলে নিজ নিজ বাসায় অবস্থান থেকে নিরাপদে থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখি একইসাথে গরমপানি বা তার সাথে লবনদিয়ে পানি গরগরা বা গরম চা পান করি।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *