ডায়ালসিলেট ডেস্ক ::
Thank you for reading this post, don't forget to subscribe!দেশে করোনার সংক্রমণরোধে কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের টিকা আসছে না, ১ লাখ ৬২০ ডোজ টিকা আসার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানান, রবিবার (৩০ মে) রাতে নয়, সোমবার (৩১ মে) রাতে বাংলাদেশে আসছে ফাইজারের টিকা। যদিও এর আগে দুপুরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে ফ্লাইট জটিলতার কারণে রবিবার টিকা আসছে বলে জানিয়েছিল তারা।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত ঠিকাদান কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।
সব দেশের জন্য কোভিড টিকা নিশ্চিতে জাতিসংঘের আন্তর্জাতিক উদ্যোগে কোভ্যাক্স থেকে আসা এটিই হবে প্রথম চালান। তবে এ টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণই এখন বড় চ্যালেঞ্জ। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কিছুটা জটিলতা থাকলেও প্রয়োজনীয় সক্ষমতা আছে বাংলাদেশের।
স্বাস্থ্য অধিদপ্তর আরও বলেন, এই টিকা ঢাকায় আসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে ইপিআইয়ের তত্ত্বাধয়ানে টিকা নিয়ে যাওয়া হবে মহাখালী সংরক্ষণাগারে। সেখানে আল্টা-লো ফ্রিজারে রাখা হবে মাইনাস ৬০ থেকে মাইনাস ৮০ ডিগ্রিতে।
তবে কেন্দ্রে নেওয়ার আগে আইএলআর রেফ্রিজারেটরে ৮ ঘণ্টা রেখে উপযোগী করা হবে ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায় রাখার। আর এ অবস্থায় টিকা রাখা যাবে সর্বোচ্চ ১২০ ঘণ্টা বা ৫ দিন।

