দেশের করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আবারো নতুন করে শনাক্ত হয়েছেন ৬৮৮ জন এবং মারা গেছেন ৫ জন। এ নিয়ে সর্বমোট করোনা আক্রান্তে শনাক্ত হয়েছেন ১০ হাজার ১৪৩ জন ও করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৮২ জন। মোট সুস্থ হয়েছেন ১২০৯জন।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বর্তমানে সারাদেশে ৩১টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে এতে ৬,৩১৫ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৬৮৮ জনের পজেটিভ ধরা পড়ে এবং মোট প্রানহানী ৫ জন। দিন দিন করোনা ভাইরাস দেশের বিভিন্ন জেলায় বাড়ছে তবুও যেন জনগনের মধ্যে থামছে না জনসমাগম।

