ডায়ালসিলেট::সিলেট নগরীর ধোপদীঘিরপাড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর ধোপদীঘিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় তীর শিলং জুয়া খেলার নগদ ১১ হাজার ২৫ টাকা সহ ৪ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।
আটককৃত জুয়াড়িরা হলেন- সিলেট শাহপরান থানার খাদিমপাড়া এলাকার ধলাইপাড়া গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে মো. হারিছ উদ্দিন ডালিম (৫৭), সিলেট কোতোয়ালী মডেল থানার বারুতখানা এলাকার উত্তরন-৪৭ নং বাসার মৃত সামছ উদ্দিনের ছেলে হোসাইন আহমদ (৪০), সিলেট কোতোয়ালী মডেল থানার বারুতখানা এলাকার উত্তরন-৩ নং বাসার মো. আলাউদ্দিন আহমেদের ছেলে মো. আশরাফুল আজাদ (৩০), সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে তানভীর আহমেদ সাব্বির (১৮)। তানভীর আহমেদ সাব্বির বর্তমানে সিলেট এয়ারপোর্ট থানার সুবিদবাজার এলাকার হাজীপাড়ার ১১ নং বাসায় বসবাস করছে।
গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ- ১১ হাজার ২৫ টাকা ও জুয়া খেলার জন্য ব্যবহৃত কাগজ (প্যাড) জব্দ করা হয়।
এদিকে, মো. হারিছ উদ্দিন ডালিম (৫৭), কোতোয়ালী মডেল থানায় এবং হোসাইন আহমদ (৪০) গোলাপগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামি।

