বিনোদন ডেস্ক::মডেল-অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। প্রায় তিন বছর পর এবার ঈদে এই অভিনেত্রী কাজ নিয়ে সরব ছিলেন। ডিজিটাল প্ল্যাটফরমে ঈদে তার অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এরমধ্যে আই থিয়েটারে মুক্তি পেয়েছে ‘কসাই’। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। বিঞ্জ’-এ মুক্তি পেয়েছে ‘বরফ কলের গল্প’। এটি পরিচালনা করেছেন সহিদ উন নবী। দুটি ছবির মধ্যে ‘কসাই’ ছবির জন্য এই গ্ল্যামারকন্যা বেশ প্রশংসা পাচ্ছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!এর আগে ওয়েব ফিল্ম ‘ব্যাচ-২০০৩’ এ অভিনয় করেও নজর কাড়েন তিনি। পর পর দুটি ছবির এমন সাফল্যে অভিনেত্রী বেশ উচ্ছ্বসিত। তার ভাষ্য, একে একে ৫টি ওয়েব ফিল্ম থেকে বাদ পড়ার পর ‘ব্যাচ-২০০৩’ তে কাজ করার সুযোগ পেয়েছি। এরপর ‘কসাই’ ছবিতে অভিনয় করলাম। দর্শকরা আমাকে ভালোবাসে এভাবে গ্রহণ করেছেন এজন্য তাদের কাছে আমি ঋণী। অনেকের ধারণা আমি হয়তো আর আগের মতো কাজে মনোযোগী হতে পারবো না। কিন্তু আমি তাদের সেই চিন্তা ভুল প্রমাণ করেছি। আমি ফুরিয়ে যাইনি। বরং আমাকে কাজের সুযোগ দেয়া হচ্ছে না। কেন আপনাকে কাজ থেকে বাদ দেয়া হচ্ছে? উত্তরে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেত্রী বলেন, ঈদের আগে আমার সঙ্গে ৭টি নাটকে অভিনয়ের বিষয়ে কথা হয়। এরমধ্যে শুটিংয়ের এক-দুইদিন আগে ৬টি নাটক থেকেই আমাকে বাদ দেয়া হয়। কারণ হিসেবে বলা হয়, পরের বার তারা আমাকে নিয়ে কাজ করবেন। অনেক অভিনেতাও নাকি আমার সঙ্গে কাজ করতে আপত্তি জানান। আমাকে নিয়ে কাজ করলে ভয়ে থাকতে হবে তাদের। অথচ যারা এখন পর্যন্ত আমাকে নিয়ে কাজ করেছেন তাদের কাউকেই তো ভোগান্তি পোহাতে হয়নি। সত্যি বলতে, আমি একাই আমার যুদ্ধটা করছি। কেউ এখানে আমার ছায়া হয়ে দাঁড়ায়নি। ক্যারিয়ারের শুরু থেকে একটু একটু করে নিজের প্রচেষ্টায় এখানে আসতে পেরেছি। ঈদের দুই ছবির বাইরে এই অভিনেত্রী অনন্য মামুনের ‘অমানুষ’ শিরোনামের একটি ছবিতে কাজ করছেন বলে জানান। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার আরো তিনটি চলচ্চিত্র। এগুলো হলো ‘আলগা নোঙর’, ‘৯৯ ম্যানশন’ ও ‘চন্দ্রাবতীর কথা’। ঈদে নওশাবাকে দেখা গেছে টিভি নাটকেও। নির্মাতা সাগর জাহানের ঈদের একটি নাটকে তিনি অভিনয় করেন।

